দূড়ের ঐ বেলা ভূমি
যেখানে আকাশ মাটির কাছাকাছি
সবুজের সাথে আলিঙ্গন
পূণর্তায় পূণর্তায় ভরিয়ে যাচ্ছে আনন্দের বন্যা।
উপভোগ কর!
আহবান আমাকে
মিলিয়ে যাও এখানে
পাওয়ার পূণর্তা যেখানে।
দূড়ের নীল আকাশ
মায়াবী সবুজে ঘেরা প্রান্তরে
স্পর্শে আছে;
জানি নীল আকাশ তার সমস্ত উদারতা
সবুজে মিলিয়ে দিয়েছে
সবুজের হাতছানিতে
আকাশ ভেঙেছে তার নিরবতা।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment