Friday, September 12, 2008

সূযার্স্তের সীমানায়

লাল আভা ছড়িয়ে পড়েছে,
নিস্তব্ধতা ক্রমশঃ ছড়িয়ো যাচ্ছে চারিদিকে
সবাই নিস্তব্ধ, উৎসুক দৃষ্টিতে একপাণে।
দৃষ্টির সীমাকে ছাড়িয়ে কৌতহলী আবেগের বশবর্তী
একটু পরেই ছুঁয়ে ফেলল জল,
গভীর ভালবাসার আলিঙ্গন।

নিরবতার মাত্রাটা বেড়ে গেল একটু
নিজের অস্তিত্ব টুকু বীলিন হতে
আর দেরী নেই।
সৌন্দয সুধা পানে ব্যাস্ত
উৎসুক, উৎসুক, জোড়া, জোড়া নয়ন
ভেতরে সঞ্চারিত আবেগ, 
আগামী কালের নতুন আভা ছড়ানোর জন্য
আত্নহারা।

অন্ধকারটা কেবল একটু একটু করে বাড়ছে
এই মাত্রই তার সমস্ত ভালবাসা নিয়ে
ডুব দিয়েছে জলের অন্তরালে
উৎসুক নয়ন এখনো দৃষ্টি ফেরায়নি,
এইতো এইমাত্র যে ছিল।
সকল আবেগ ছিন্ন করে সকলের অন্তরালে।

No comments: