যদিও আমি একা, তবুও
সত্যের সন্ধানে অগ্রসরমান
হব। আহবান জানাবো আমি- এসো
ভালবাসি আমরা;
আমাদের বাংলাদেশকে।
যদিও তারা সাড়া না দেয়ার
ভাবনায়, আমি তাদের বুঝাবো – এসো
ভালবাসি আমরা;
আমাদের বাংলাদেশকে।
দেশের প্রয়োজনে উৎসগ র্করি – নিজেকে
হারিয়ে যাই দেশের পথে প্রান্তরে; জাগিয়ে তুলি
অবহেলিতদের।
আহবান আমার মূলতঃ তাদের প্রতি; যারা –
যুব সমাজ ধ্বংসের ব্যস্ততায়। আমাদের ভবিষ্যৎ অন্ধকারাচ্ছন্ন
করতে প্রস্তুত।
মাদক দ্রব্যের “গডফাদার”।
বুঝতে পারি তারা সাড়া দিবেনা আমার আহবানে, প্রথমতঃ।
তবুও আমি আহবান জানাবো – এসো
দেশের স্বার্থে পরিহার করো।
তবুও, তারা নিজেদের আখের গোছাতে ব্যাস্ত।
আমি দিশেহারা হব না;
বোঝাবো। মৃত্যুর সময় কেবলই একা।
যাবে না সাথে কিছুই, শুধুই কাফন ও
নিজের অসাড় দেহ।
যারা আমার আহবানে সাড়া দেবে
তাদের জন্য আমি দোয়া চাইব
পরম করুণাময় আল্লাহর কাছে,
একটু দেরী হলেও বুঝেছে তারা,
তাদের ভুল।
প্রত্যাক্ষান করবে আমাকে –
তবুও, আমি তাদের বোঝাবো।
ক্লান্ত হবো না।
আমি যুব সমাজের প্রতি জানাবো –
আহবান, ধ্বংসের পথ পরিহার কর
জানো না তোমারা, বাড়িয়েছ কোথায় তোমাদের পা।
যেখানে, শুধুই অন্ধকার.....
প্রথমতঃ, তারাও ফিরে আসতে চাইবে না।
আমি ক্ষতিকর দিকগুলি তুলে ধরব, ফিরে আসতে বলব
আলোর দিকে।
পরিশেষে, আমি জানাবো আহবান –
আমাদের বিদ্রোহী যুব সমাজের প্রতি। সড়া দিবে তারা
যাদেরকে আমি আমার আহবানে
আহবাহিত করতে পারি নি,
ঐ সমস্ত মাদকদ্রব্যের গডফাদার।
এসো হে বিদ্রোহী আমরা ঘোষনা করি –
বিদ্রোহ। আমরা ভুলে যাই, আমাদের জীবনের
মায়া। আমরা একযোগে প্রতিহত করব।
ধ্বংস করে দেব তাদের,
আমাদের এই পবিত্র বাংলাদেশ এর
পবিত্র রক্তে রঞ্জিত ভূমি থেকে।
আমরা তাদের খুন করব,
কিন্তু তাদের বিষাক্ত রক্তে
অপবিত্র হতে দেব না
আমাদের এই পূণ্য ভূমি।
তবুও, আমি জানি উৎখাত হবে না, পুরোপুরি
ভবিষ্যৎ বিদ্রোহীকে বলব,
তোমরা চুপ করে বসে থেক না
শুরুতে স্বমূলে উৎপাটন করো।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment